21 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় মঙ্গলবার

ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় মঙ্গলবার

ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় মঙ্গলবার

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় ঘোষণার তারিখ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিন ধার্য করা রয়েছে।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবীদের অসমাপ্ত যুক্তি উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার এদিন ধার্য করেন।

এর আগে ৩ ফেব্রুয়ারি একই আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেন।যুক্তি উপস্থাপনে মামলার ছয় আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম সারোয়ার খান জাকির।মামলায় বিভিন্ন সময়ে ৩৪ সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা উপলক্ষে বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সস্ত্রীক দেশে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়।ওইদিন রাতে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলায় ২০১৮ সালের ১ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন- বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব,আবু সিদ্দিক সোহেল (সাংগঠনিক নাম সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব), মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (সাংগঠনিক নাম শাহরিয়ার), আরাফাত রহমান (সাংগঠনিক নাম সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস্) ও শাফিউর রহমান ফারাবী। আসামিদের মধ্যে মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব পলাতক রয়েছেন এবং অন্য চার আসামি কারাগারে রয়েছেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ