বিএনএ, ঢাকা : রাজধানীর কলাবাগানের কাঠালবাগানে ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসার নিচতলা থেকে মো. হাবিব উল্লাহ (৩৪)নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৫ জানুয়ারি) দুপুরের দিকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই)মো.খোরশেদ আলম জানান, আমরা খবর পেয়ে কাঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসার নিচতলায় জানালা দরজা বন্ধ পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলন্ত রয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি ঢাকার জজ কোর্টের আইনজীবী ছিলেন। তিনি কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই বিষয়ে পরিবার কিছুই বলতে পারেনা। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ভগ্নিপতি সুমন জানান, আমার শ্যালক জজ কোর্টের আইনজীবী ছিলেন । কি কারনে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছুই জানি না। আমার শ্যালকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসুর চর পূর্ব পাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুল কালাম আজাদ। কলাবাগান কাঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট ১১/৩ নম্বর বাসায় ভাড়া থাকতেন। নিহত তিন বোন এক ভাই।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী