39 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জামিন পেলেন মোস্তাকিম

জামিন পেলেন মোস্তাকিম

জামিন পেলেন মোস্তাকিম

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে চলাকালে গ্রেপ্তার হওয়া রোগীর সন্তান মোস্তাকিম জামিন পেয়েছেন। রোববার(১৫ জানুয়ারী) দুপুর আড়াইটায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

মানবাধিকার আইনজীবি এডভোকেট জিয়া হাবিব মুস্তাকিমের জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালতে আজ শুনানিকালে মুস্তাকিমের পক্ষে জামিনের আবেদন করেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের পক্ষে এডভোকেট জিয়া হাবিব ও তার প্যানেল আইনজীবিরা।
জামিন পেলেন মোস্তাকিম

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে শতাধিক রোগী ও তাদের স্বজনরা চমেক ফটকের সামনে রাস্তায় বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে রোগিদের সড়ক থেকে তুলে দিয়ে মোস্তাকিম নামে এক রোগীর সন্তানকে মারধর করে আটক করে থানায় নিয়ে যায়। ওই রাতে পুলিশ বাদী হয়ে মুস্তাকিমসহ ৬০ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার আভিযোগ এনে থানায় মামলা দায়ের করে এবং আদালতের মাধ্যমে মোস্তাকিমকে কারাগারে পাঠায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ