34 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আপডেট: আরও ৯২০ মৃত্যু (১৫ জানুয়ারি)

করোনা আপডেট: আরও ৯২০ মৃত্যু (১৫ জানুয়ারি)

করোনায় আরও দুইজনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে আরও ৯২০ জনের মৃত্যু হয়েছে।  একই সময়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪২২ জন।  এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ২৯ হাজার ৬৮৪ জনে। এ পর্যন্ত  সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৭৫৭ জনে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে এ সময়ে সংক্রমিত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৭১ জন এবং মারা গেছেন ৫০৩ জন।  যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ৪১ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪২৯ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৬০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৬৩ হাজার ৩৪৭ জন মারা গেছেন।

সংক্রমণের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯১৭ জন।

রাশিয়ায় একদিনে শনাক্ত ৫ হাজার ১০২ জন এবং মারা গেছেন ৪৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৩৫৫ জনের।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ