বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে ইমান আলী (৬২) নামে কড়াই কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার থানা এলাকায় হাতি মার্কা কড়াই কারখানায় এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী মানিকগঞ্জ সদরের বাগজান এলাকার মৃত শামুদ্দিনের ছেলে। ওই কারখানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফোরম্যান) হিসেবে কাজ করতো সে।
পুলিশ জানায়, দুপুরের দিকে বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে কারখানার বৈদ্যুতিক বোর্ড খুলে সেটা দেখতে যায় সে। এ সময় একটা সার্কিট ধরে টান দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে আশপাশে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
বিএনএ/ ইমরান খান, ওজি