15 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রচার গুজব

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রচার গুজব

শতভাগ ফেল শত প্রতিষ্ঠানকে কি করবে মন্ত্রণালয়!

বিএনএ ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির  বরাত দিয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রচার গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত সাম্প্রতিক সময়ে কোনও বক্তব্য দেননি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার মিটিং করবে মন্ত্রণালয়। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেয়া নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া, এই সংক্রান্ত কোনও রকমের গুজবে কান না দিতে এবং আগাম প্রচার দেয়া থেকে বিরত থাকতে  সকলকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ