15 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

রাউজানের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

রাউজানের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রাম সার্কিট হাউসে রাউজানের ১৪টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্টান সম্পন্ন হয়েছে। শনিবার(১৫ জানুযারী )সকালে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মুমিনুর রহমান । শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাউজানের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠানের ধার্য্য তারিখ ছিল । নির্বাচনের পূর্বে রাউজানের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার, মহিলা মেম্বারপদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয় ।

শনিবার( ১৫ জানুয়ারী)চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে শপথ গ্রহণ করেন ১নং হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ২নং ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, ৩ নং চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ৪নং গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশি, ৬নং বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ৮নং কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ, ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ, ১২ নং উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, ১৩ নং নোয়াপড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, ১৪ নং বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার ।

রোববার(১৬ জানুয়ারী)বিকাল ৩ টার সময় ১৪টি ইউনিয়নের  ১শত ২৬ জন পুরুষ মেম্বার, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৪২ জন মহিলা মেম্বারকে শপথ করাবেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/ শফিউল আলম, ওজি

Loading


শিরোনাম বিএনএ