15 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে অগ্নিকাণ্ডে বিদ্যালয়সহ ২২ ঘর ভস্মীভূত

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে বিদ্যালয়সহ ২২ ঘর ভস্মীভূত

চট্টগ্রামে আগুনে পুড়ল ব্যাংকসহ ১০ দোকান

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ব্র্যাক পরিচালিত একটি স্কুলসহ ২২টি ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৪টার দিকে নগরীর হালিশহরের বেপারিপাড়া হাজী ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকায় ব্র্যাক পরিচালিত একটি স্কুলসহ ১৯টি বসতঘর পুড়ে গেছে।

নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগুনে ৫ জন মালিকের ১৯টি বসতঘর ও একটি স্কুলঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শুক্রবার (১৪ জানুয়ারি) গভীর রাতে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামে আগুনে পুড়ে গেছে ৩টি ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্তরা হলেন- মজিবুল হক, মাওলানা আবুল হোসেন ও জসিম উদ্দিন।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে গাড়ি আসার আগেই সব পুড়ে যায়। মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কে গেটবার থাকায় আটকে থাকতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৩টি ঘর পুড়ে গেছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ