বিএনএ, মানিকগঞ্জ : করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার আরোপিত ১১ দফা বিধিনিষেধ ঠিকভাবে মেনে না চললে লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে করোনা সংক্রমণ। সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে যে ১১ দফা বিধিনিষেধ দেওয়া হয়েছে, তা না মানলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। লকডাউন আরোপ হলে দেশের অনেক ক্ষতি হবে। সেজন্য সেদিকে যেতে চাই না আমরা। তাই সবারই উচিত, স্বাস্থ্যবিধি মেনে চলা। সেটা যদি করা না হয়, তাহলে লকডাউন দেওয়া ছাড়া উপায় থাকবে না।
বিএনএনিউজ/এইচ.এম।