21 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আপত্তিকর পোশাকে ‘বিশ্বসুন্দরীকে’ বাধা বিমান কর্তৃপক্ষের

আপত্তিকর পোশাকে ‘বিশ্বসুন্দরীকে’ বাধা বিমান কর্তৃপক্ষের

বিমান

বিএনএ বিনোদন ডেস্ক: আপত্তিকর পোশাকের জন্য মার্কিন তারকা এবং ২০১২ সালের মিস ইউনিভার্স বিজয়ী অলিভিয়া কুলপো ও তার বোনকে কাবো সান লুকাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনে উঠতে বাধা দিয়েছে আমেরিকান এয়ারলাইন্‌স। এ ঘটনার কারণ হিসেবে অলিভিয়া জানিয়েছেন, তার পোশাক নিয়ে আপত্তি তুলে তাকে শরীর ঢেকে প্লেনে উঠতে বলেছে এয়ারলাইন্স কোম্পানিটি।

ডেইলি মেইল, পেইজ সিক্সসহ একাধিক গণমাধ্যমের খবর, ২৯ বছর বয়সি এ তারকার বোনের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে—কালো কার্ডিগান, স্পোর্টস ব্রা ও বাইকার শর্টস পরে বিমানে উঠতে যাচ্ছিলেন অলিভিয়া কুলপো। আর তাতেই আপত্তি জানায় আমেরিকান এয়ারলাইন্‌স।

পরে অবশ্য এ তারকাকে ধূসর হুডি পরে নিজেকে ঢাকতে দেখা গেছে। এ সময় তিনি আরও অভিযোগ করেছেন, তাঁর চেয়ে সল্পবসনা নারীও প্লেনে উঠেছেন, কিন্তু তাঁদের কোনো বাধা দেয়নি এয়ারলাইন্‌স কর্তৃপক্ষ। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সাবেক প্রেমিকা এ অলিভিয়া কুলপো।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ