মাদ্রিদ (স্পেন) (১৪ ডিসেম্বর): স্পেনের মাদ্রিদে আজ বাংলাদেশ দূতাবাস শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রর্দশন ও মোনাজাত। পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং সকল শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ১৯৭১ এর ১৪ ডিসেম্বর-সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস জাতীয় জীবনে এক শোকাবহ দিন। তিনি গত জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরো বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর, আলশামস বাহিনীর সহযোগিতায় ১৯৭১ সালের এ দিনে ঢাকা-সহ দেশব্যাপী খ্যাতনামা বুদ্ধিজীবীদের নারকীয় হত্যাযজ্ঞ চালায়। তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সকল মুক্তিযোদ্ধা-সহ শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
বিএনএনিউজ২৪, এসজিএন