16 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৩৪

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৩৪

নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড । প্রথমে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় একমাত্র প্রস্তুতি ম্যাচে ৪৯.৫ ওভারে ৩৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস ও রিশাদ হোসেন ফিফটির দেখা পেয়েছেন।

লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান সংগ্রহ করেন এনামুল হক ও তানজিদ তামিম। ২৬ বলে ৩৩ রানের ইনিংসে ফেরেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে ১০১ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন তানজিদ তামিম-সৌম্য সরকার। ২০তম ওভারে দলীয় ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৫৮ রানে আউট হন তানজিদ। কিছুক্ষণ পর ব্যাক্তিগত ৫৯ রানে বিদায় নেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ