21 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ‘কালবেলা’র প্রদর্শনী মূল্যে থাকছে ৫০% ছাড়!

‘কালবেলা’র প্রদর্শনী মূল্যে থাকছে ৫০% ছাড়!


বিএনএ,বিনোদন ডেস্ক : বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে ১৪-১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘কালবেলা’র প্রদর্শনী মূল্যে থাকছে ৫০% ছাড়! ‘কালবেলা’ চলছে,বসুন্ধরা সিটি সিমান্ত সম্ভার, ধানমন্ডি এস কে এস টাওয়ার ও মহাখালী সনি স্কয়ারে।

মিরপুর অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “এই অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। সাধারণত এ ধরনের ছবিতে এক ধরনের স্থুলতা থাকে, কতগুলো তথাকথিত ব্যাপার থাকে। ওই বিভৎস জিনিসগুলো থাকে। সেগুলো না দেখিয়ে একটি মেয়ের জীবনে এ যুদ্ধ কতটা প্রভাব ফেলেছিলো, কীভাবে সে সংগ্রাম করেছিলো তা শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

এক কথায় এ মেয়ে যেন আমাদের একাত্তরের বাংলাদেশ।” মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন “আমি আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। একেকটা করে ছবি যাচ্ছে আমার মনে হচ্ছে, এখানেতো আমরাই ছিলাম। আমাদের সাথেই এরকম হয়েছে। ” আপনি ও “কালবেলা” দেখতে চলে আসুন।

বিএনএনিউজ২৪.কম/রিপন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ