21 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জন্মদিনে ‘চমক’ দেখাবেন শাবনূর

জন্মদিনে ‘চমক’ দেখাবেন শাবনূর

শাবনুর

বিনোদন ডেস্ক: জনপ্রিয় নায়িকা শাবনূর। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। কিছুদিন আগে হ্যাকিংয়ের শিকার হয় তার ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট। সেগুলো রিকভার করে আবারো অনলাইনে ফিরেছেন তিনি।

শোনা যাচ্ছে বাংলা সিনেমায় ফিরবেন শাবনুর। কিন্তু সেটা কবে, তা নিশ্চিত জানাতে পারছিলেন না কেউই। সোমবার (১৩ ডিসেম্বর) নতুন এক ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। শাবনূর ফেসবুকে তার পার্সোনাল ব্লগে জানিয়েছেন ইউটিউবে ফেরার কথা।

শাবনুর লিখেছেন- ‘প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন। সেই উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি।’

সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। সিনেমা ছেড়ে দূরে থাকলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাই ভক্তদের কাছাকাছি থাকতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এ অভিনেত্রী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ