21 C
আবহাওয়া
৮:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে দেয়াল ভেঙ্গে ব্যাংকে চুরির চেষ্টা

রাজধানীতে দেয়াল ভেঙ্গে ব্যাংকে চুরির চেষ্টা

বাড্ডার আইএফআইসি ব্যাংকের দেওয়াল ভেঙে

বিএনএনিউজ:  রাজধানীর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স-আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখায় টাকা চুরির একটি চেষ্টা পুলিশ ব্যর্থ করে দিয়েছে। রোববার (১৪ নভেম্বর) ভোর রাতের এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাড্ডা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ গণমাধ্যমকে জানান, রাত একটা থেকে আড়াইটার মধ্যে চোরের দল ভবনের দেয়ালের একটি অংশ ভেঙে ফেলে এবং ভেতরে একজন প্রবেশ করে।  ব্যাংকের যে পাশটায় ভল্ট রয়েছে সেদিকে দেয়াল ভাঙ্গা হয়েছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায়  বাইরে থাকা চোরের দলের সদস্যরা পালিয়ে যায়। ভেতরে থাকা একজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।রোববার সকালে তার দেয়া তথ্য মতে, কড়াইল বস্তি থেকে আরও ২জনকে আটক করা হয়।

আইএফআইসি ব্যাংকের এই শাখার ব্যবস্থাপক রিচার্ড শুভ্র বাড়ই সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা ব্যাংকের দেয়াল ভাঙার সময় স্বয়ংক্রিয়ভাবে সেখানকার অ্যালার্ম বেজে ওঠে এবং এ সংক্রান্ত একটি সতর্কবার্তা ব্যাংকের কেন্দ্রীয় মনিটরিং সিকিউরিটি টিমের কাছে চলে যায়। সেখান থেকে জরুরি নম্বর ৯৯৯-এ কল দিয়ে সহায়তা চাওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

জিএন

Loading


শিরোনাম বিএনএ