16 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতির অবস্থা সংকটাপন্ন

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতির অবস্থা সংকটাপন্ন

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতির

বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের উপজেলার চুনতি অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় সংলগ্ন এলিফ্যান্ট ওভারপাসের পাশে এ ঘটনা ঘটে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে হাতিটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসকের ভাষ্যমতে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে হাতিটি। বর্তমানে অবস্থা সংকটাপন্ন রয়েছে আহত হাতিটির।

আহত হাতির চিকিৎসার বিষয়ে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, গতকাল রাত থেকেই চিকিৎসাসেবা দিচ্ছি। নিয়মানুসারে এন্টিবায়োটিক, ব্যথানাশক এবং স্যালাইন চলতেছে। তিনি আরও বলেন, বর্তমানে হাতিটির অবস্থা খুবই খারাপ। ট্রেনের ধাক্কায় হাতিটি পেছনের ডান পা ভেঙে গেছে। মেরুদণ্ডের স্ট্রাকচার এবং মাথায় আঘাতের ফলে ব্রেইন নষ্ট হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে রক্তক্ষরণ হয়েছে। হাতিটির অবস্থা অনুযায়ী ব্যাক করার লক্ষণ দেখতেছি না।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন এলিফ্যান্ট ওভারপাস এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর ৬-৭ জনের একটি হাতিরদল উঠে পড়ে। এসময় ট্রেনের গতি কমিয়ে দিলে বাকি হাতি পার হতে পারলেও একটি হাতি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। বর্তমানে হাতিটি চিকিৎসকের তত্বাবধানে রয়েছে। তবে অবস্থা খুবই সংকটাপন্ন।

বিএনএনিউজ / নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ