স্পোর্টস ডেস্ক : ভারতে দুঃস্বপ্নময় সফর শেষে শান্তদের বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল দেশে ফিরেছে রবিবার(১৩ অক্টোবর) রাতে। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে কোনো জয় না পেলেও, হারের চেয়েও বেশি চোখে পড়েছে দলের অসহায় আত্মসমর্পণ। টেস্টে ২-০ ও টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরে তারা দেশে ফিরেছে।
দলের সাথে কোচিং স্টাফ, ধারাভাষ্য দিতে যাওয়া তামিম ইকবালও ফিরেছেন দেশে।
অন্যদিকে, আরব আমিরাত থেকে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডের বিপক্ষে একটি জয়ের পর, টানা তিনটি হারে তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে।
বিএনএনিউজ২৪,এসজিএন/ হাসনা