14 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলি সেনা ক্যাম্পে ড্রোন হামলায় নিহত ৪

ইসরায়েলি সেনা ক্যাম্পে ড্রোন হামলায় নিহত ৪


বিএনএ বিশ্ব ডেস্ক : উত্তর ইসরায়েলের একটি সেনা ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের হাইফার বেনইয়ামিনায় অবস্থিত সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের এ সেনা ক্যাম্পটি ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।

আইডিএফ প্রথমে সামরিক রেডিওতে তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর প্রচার করে। পরে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত হয়েছেন চারজন ইসরায়েলি সেনা। আহত হয়েছেন ৬৭ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত এক বছরে বৈরুতে ইসরায়েলি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ হাজার ৩৮০ জন।

বিএনএ/ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ