16 C
আবহাওয়া
৬:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ২৯ জনের করোনা শনাক্ত (১৪ অক্টোবর)

চট্টগ্রামে আরও ২৯ জনের করোনা শনাক্ত (১৪ অক্টোবর)

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ২৯ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এসব তথ্য মিলে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর দশ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ২২ ও উপজেলার ৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজান ও ফটিকছড়িতে ২ জন করে এবং হাটহাজারী, মিরসরাই ও আনোয়ারায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৯ হাজার ২৯০ জন। এদের মধ্যে শহরের ৯৪ হাজার ২৬৯ ও গ্রামের ৩৫ হাজার ২১ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৭ জনের পজিটিভ রেজাল্ট আসে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৪ জনের নমুনার মধ্যে শহরের ১ ও গ্রামের ২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৬  নমুনার ৪টিতে করোনা শনাক্ত হয়।

বেসরকারি ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫ জনের নমুনায় শহরের ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শেভরনে ৩৩ জনের নমুনা পরীক্ষায় শহরের ৩ জন জীবাণুবাহক পাওয়া যায়। মেডিকেল সেন্টার হাসপাতালে ৫ নমুনায় শহরের ২ টিতে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। এপিক হেলথ কেয়ারে ১১ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ২ জন আক্রান্ত পাওয়া যায়। এছাড়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৬, মেট্রোপলিটন হাসপাতালে ৬, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৯ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে একজনের নমুনা পরীক্ষা করা হয়। চার ল্যাবরেটরিতে পরীক্ষিত ২২ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১৬ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৫ জন সংক্রমিত বলে জানানো হয়।

ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ৩৩ দশমিক ৩৩ শতাংশ, চমেকহা’য় ৮ দশমিক ৮২, আরটিআরএলে ৬৬ দশমিক ৬৬, ইম্পেরিয়াল হাসপাতালে ১২, শেভরনে ৯ দশমিক ০৯, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪০ ও এপিক হেলথ কেয়ারে ১৮ দশমিক ১৮ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ। এন্টিজেন টেস্টে ৩১ দশমিক ২৫ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ