16 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কম খরচে বছরব্যাপী মশা থেকে সুরক্ষা

কম খরচে বছরব্যাপী মশা থেকে সুরক্ষা


বিএনএ, ঢাকা : দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মশার মাধ্যমে রোগটি ছড়াচ্ছে। মশা দূর করতে অনেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। কয়েল জ্বালিয়ে মশা দূর করার ঘটনাই বেশি। কিন্তু সমস্যা হচ্ছে কয়েল পরিবেশ দূষণ করছে। তবে উপায়? সে উপায় জানবেন আজকের এ প্রতিবেদনে।

প্রথমে আপনাকে একটি মাটির প্রদীপ নিয়ে নিতে হবে এবং তার মধ্যেদিতে হবে এক চামচ রসুন বাটা । এবং তার মধ্যে যোগ করতে হবে কিছুটা পরিমাণ তেজ-পাতা গুঁড়ো এবং সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো । সমস্ত উপকরণ গুলিকে ভাল করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিন সরষের তেল ।

অর্থাৎ সমস্ত উপকরণ গুলি যাতে সরষের তেলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে । এরপর একটি সলতে যোগ করে দিন তার মধ্যে । এবং প্রদীপটি ধরিয়ে দিন । এর ফলে যে ধোঁয়া নির্গত হবে সেখান থেকে আপনার বাড়ির আনাচে-কানাচে থাকা মশা বাড়ির বাইরে চলে যাবে । এতে আপনার শরীরও কিছু ক্ষতি হবে না। ঘর মশামুক্ত রাখতে খরচ করুন মাত্র ৫ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ