বিএনএ, ঢাকা: ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ মো. সুরত আলী (৭৭) নামের এক মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কারারক্ষীরা নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী সিরাজুল ইসলাম জানান, গত ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কতৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, সুরত আলী কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী মামলার আসামি হিসেবে ছিলেন। গত ২ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়। মৃতের বাবার নাম মৃত শহর আলী। তার হাজতি নম্বর ৩৯৭৫৯/২৩।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদনের শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিএনএ/ আজিজুল, ওজি