বিএনএ,স্পোর্টসডেস্ক :২০১১ সালে টেস্ট ও ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছলিেন লাসিথ মালিঙ্গা । এবার টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিলেন অনন্য অ্যাকশনে বোলিং করা এই শ্রীলঙ্কান পেসার। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান মালিঙ্গা।
২০০৪ সালে টি-২০ তে জাতীয়দলে অভিষেক হয় মালিঙ্গার।এরপর শ্রীলঙ্কার হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৭টি উইকেট শিকার করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ২০১৪ সালে তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা।
২০২০ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ৩৮ বছর বয়সি পেসার।
লঙ্কান জার্সিতে ৩০ টি টেস্টে তার ঝুড়িঁতে উইকেট আছে একশ একটি। আর একদিনের ২২৬ ম্যাচে তার শিকার ৩৩৮টি উইকেট।
খেলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও । ২০০৮ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যুক্ত হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার শুরু করেন তিনি। আইপিএলে ১২২ ম্যাচে ১৭০টি উইকেট শিকার করেছেন তিনি ।
এরপর ক্যারিবিয়ান লিগে জ্যামাইকা তালাওয়াস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিপিএলে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স এবং বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে।
বিএনএ/এমএম