21 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে আটতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে আটতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর ধানমন্ডিতে একটি নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে সজীব হোসেন (২৬) নামে এক শ্রমিক মারা গেছে।  মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)  সকাল ১১ টার দিকে ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা দুখু মিয়া জানান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির নির্মাণাধীন প্রশাসনিক ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন সজীব।মঙ্গলবার সকালে দশতলা ভবনের আটতলার বাইরে পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিল সজিব ও শয়ন। তাদের কোমড়ে সেফটি বেল্টও বাধা ছিলো।হঠাৎ মাচানের একপাশের রশি ছিড়ে যায়। এতে সজিবের কোমড়ের সেফটি বেল্ট ছিড়ে তৃতীয় তলায় পড়ে যায়। এসময় শয়ন গ্রীল ধরে ঝুলে ছিলেন।

পরে সজীবকে তৃতীয় তলা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ী জামালপুর সদর উপ জেলার আলহাজের ছেলে। তারা চার ভাই দুই বোনের মধ্যে ৫ম ছিলো। সে ওই ভবনে থাকতো। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/আজিজুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ