16 C
আবহাওয়া
৭:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

বিএনএ, ঢাকা : ঢামেক হাসপাতালে গাজীপুরে কাশিমপুর কারাগারে আবুল বাশার শামীম (৪৯) নামে এক কয়েদি মারা গেছেন। । আজ মঙ্গলবার সকাল ৭টায় তাকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, কাশিমপুর কারাগার থেকে এক কয়েদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই কয়েদি কী মামলায় কারাগারে ছিলেন তা জানা যায়নি।

তিনি আরও জানান, আবুল বাশারের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আবদুল্লাপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত কোরবান আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/আজিজ,আমিন

Loading


শিরোনাম বিএনএ