বিএনএ, ঢাকা : রাজনীতি বা নির্বাচন করতে চান এমন উপদেষ্টাদের তফসিলের আগেই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ছাত্র উপদেষ্টা নয় যারাই রাজনীতি করতে চায় তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে সরকারে না থাকা, যাতে কোনোভাবেই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়।
তিনি বলেন, “সবাই শুধু, হয়তো পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন, কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে।”
নিজে নির্বাচনে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “পরিকল্পনা আছে, তবে নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।”
এছাড়া জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এনসিপিতে যোগ দেবো এটা ধরে নেওয়াটা উচিত না।”
বিএনএনিউজ/এইচ.এম।