বিএনএ, ঢাকা: মূল্যস্ফীতি হুট করেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সময় লাগবে বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। এটি ঘোড়ার লাগাম টানার মতো নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক সময় লাগবে। বুধবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে মূল্যস্ফীতি সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। এরই মধ্যে সবজির দাম কমেছে। ব্যবসা বাণিজ্য সঠিক পথে আনতে হবে। বাজারে যে সিন্ডিকেট রয়েছে, সে বিষয়ে সরকার অবগত আছে। খাদ্য উৎপাদন ও সরবরাহে জোর দেওয়া হবে এখন থেকে। মুদ্রাস্ফীতি ও রাজস্ব আদায় নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। পলিসি বাস্তবায়ন করা হবে। আমরা যতটুকু খেতে পারবো, প্লেটে ততটুকুই খাবার নেবো।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্ণর আহসান এইচ মনসুর বলেন, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে বাকিটা দিয়ে আমদানিতে ব্যয় করা হবে। আমদানিকৃত পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।
ব্যাংক একীভূত প্রসঙ্গে গভর্ণর বলেন, এটি দেখে শুনে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা