বিএনএ, ডেস্ক :চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পুকুরে ডুবে আজমীর হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।নিহত আজমীর ওই কলোনীর বেলাল হাওলাদারের ছেলে।রোববার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে বায়েজিদ বোস্তামী আবাসিকের মোনাফের মার কলোনির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ সুত্রে জানায় এ তথ্য জানায়।
ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, বিকেলে পুকুরে গোসলে নেমে ডুবে যান আজমীর। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।মুমূর্ষু অবস্থায় তাকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনএ/ ওজি