16 C
আবহাওয়া
৫:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দাবি পূরণের আশা শিক্ষকদের, কর্মবিরতি চলবে

দাবি পূরণের আশা শিক্ষকদের, কর্মবিরতি চলবে


বিএনএ,ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, তারা আশা করছেন সরকার তাদের দাবি পূরণ করবে। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ‘সন্তোষজনক’ বৈঠকের পরদিন রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক সভা হয় অনলাইনে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, রোববার দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের এ আন্দোলন চলমান থাকবে।

জানা যায়, শনিবার (১৩ জুলাই) এ নিয়ে দুপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
বৈঠকের পর ফেডারেশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, তিন দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলন অপরিবর্তিত রয়েছে। রোববার ফেডারেশনের জরুরি সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সব সমিতির প্রেসিডেন্ট ও সেক্রেটারির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যার পরিপ্রেক্ষিতে রোববার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে শিক্ষক সমিতি ফেডারেশন। আলোচনা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় তারা।

সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, ‘সভায় গতকালের বৈঠকের বিষয়টি জানানো হয়েছে এবং এ নিয়ে বিস্তারিত অবহিত হয়েছে। যেহেতু আমাদের দাবি পূরণ হয়নি তাই আমাদের আন্দোলন চলছে এবং চলবে। তবে, গতকালের বৈঠকে আমাদের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং বলা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তাই আশা করছি আমাদের দাবি পূরণ হবে।

বিএনএনিউজ/নাবিদ, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ