29 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন ২৬ জুলাই

চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন ২৬ জুলাই

চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন ২৬ জুলাই

বিএনএ, ঢাকা: নির্বাচনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি (সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশের- সিডাব)। আগামী ২৬ জুলাই ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছেন। প্যানেল দুটি হচ্ছে- কাজী মনির-মাজহার বাবু পরিষদ ও খায়রুল বাশার-আলমগীর রতন পরিষদ। দুই প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮৬ জন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাজহার বাবু বলেন, সবার ভালোবাসায় নির্বাচিত হলে আমাদের চেষ্টা থাকবে সহকারী পরিচালকদের স্বার্থ রক্ষায়। সবার সঙ্গে মতবিনিময় করেই চলচ্চিত্রের কল্যাণের জন্য আমি নিবেদিত হয়ে কিছু করতে চাই। চলচ্চিত্র পরিবারে কোথাও যেন কোনোরকম বৈষম্য না থাকে, তা দূর করে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস আমার সহকারী পরিচালক পরিবার আমাকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগীতা করবেন। সহকারী পরিচালক ছাড়া কোনো চলচ্চিত্র নির্মাণ করা যায় না। তাই এই নির্বাচনের দিকে সবারই খেয়াল রয়েছে। অনেক ক্ষেত্রে এই সমিতির নেতৃত্ব অনেকটাই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরন। তার সঙ্গে রয়েছেন বজলুর রাশেদ চৌধুরী ও মো. সালাউদ্দিন।

নির্বাচন কমিশনার শাহ আলম কিরন বলেন, আজকের সহকারী কালকের পরিচালক। আমরা অনেকেই সহকারী পরিচালক সমিতির সদস্য ছিলাম, সেখান থেকেই আজ পরিচালক হয়েছি। আমরা বিশ্বাস করি, আগামী দিনেও ভালো পরিচালক বেরিয়ে আসবে এই সমিতি থেকে। আমি চেষ্টা করব, সঠিকভাবে দায়িত্ব পালন করতে। আশা করি বিগত দিনের মতোই আসন্ন নির্বাচনও সঠিকভাবে করতে পারব।’

১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সদরঘাটে রেট চার্ট দৃশ্যমান স্থানে লাগানোর নির্দেশ-নৌ উপদেষ্টা একাধিক ভাষা শেখার সুযোগ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে-ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের নির্যাতনের চিত্র-তথ্য উপদেষ্টা শিপ ইয়ার্ডে বিস্ফোরণ : এসএন করপোরেশনের কার্যক্রম বন্ধ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার-ত্রাণ উপদেষ্টা যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২৫ ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা থাক‌ছে না বিএনপির রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পুরণের: আমীর খসরু ছাত্রকে গুলি করে হত্যা, পুলিশ সদস্য গ্রেপ্তার