21 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নেতানিয়াহুর পদত্যাগ চান ৭২ ভাগ ইসরাইলি

নেতানিয়াহুর পদত্যাগ চান ৭২ ভাগ ইসরাইলি


বিএনএ, বিশ্বডেস্ক: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে মনে করেন ৭২ ভাগ ইসরাইলি। ৭ অক্টোবর ব্যর্থতার জেরে তার পদত্যাগ করা উচিত।

শনিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭২ শতাংশ ইসরাইলি মনে করেন, ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার; আর ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত।

জরিপে দেখা গেছে, যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন, তাদের মধ্যে ৫০ শতাংশ বিশ্বাস করেন, নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২ শতাংশ সমর্থক বলেছেন, তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত।

এদিকে গাজায় মানবিক নিরাপদ জোন বলে পরিচিত খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে শনিবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশুসহ কমপক্ষে ৭২ ফিলিস্তিনি নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন। এ ছাড়া গাজার তেল আল-সুলতানের অলিগলি, ভবনের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ