19 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়া

পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়া

পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়া

টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল অস্ট্রেলিয়া।সোমবার(১৩জুন) কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষেও গোলের দেখা পায়নি কোনো দল।

আসন্ন কাতার বিশ্বকাপে খেলার ৩১তম দল হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে অস্ট্রেলিয়া। টানা পঞ্চম বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে দেশটি। টাইব্রেকারের শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। তাদের প্রথম শট থেকেই গোল করতে ব‍্যর্থ হন মার্টিন বয়েল। তবে তার পর টানা পাঁচটি শটই জালে জড়ান অস্ট্রেলিয়ানরা।

পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক গোলরক্ষক রেডমেইন

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে জিতিয়ে আনার নায়ক তাদের ৩৩ বছর বয়সি পেনাল্টি বিশেষজ্ঞখ্যাত গোলরক্ষক রেডমেইন(Andrew Redmayne)। খেলা শেষ হওয়ার মাত্র মিনিট তিনেক আগে নিয়মিত গোলরক্ষক ম্যাথিউ রায়ানের বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ। কোচের আস্থার প্রতিদান দারুণভাবে রাখলেন রেডমেইন।

পেরুর প্রথম দুটি শট থেকে গোল হলেও ডিফেন্ডার লুইস আদভিনকুলার তৃতীয় শট আটকে দেন রেডমেইন। এর পর পেরুর আরও একটি শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে নেন এন্ড্রু রেডমেইন(Andrew Redmayne)।

কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ এর গ্রুপ ডিতে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।

বিএনএনিউজ২৪,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ