26 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » গরমে শ্বাসকষ্ট : পরীক্ষা হল থেকে হাসপাতালে ১২ ছাত্রী 

গরমে শ্বাসকষ্ট : পরীক্ষা হল থেকে হাসপাতালে ১২ ছাত্রী 


বিএনএ, বরিশাল : পরীক্ষার হলে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চারদিনে ১২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্বাভাবিক গরমে শরীরে লবণের ঘাটতি দেখা দেওয়ায় অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামারখালী কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক জলিলুর রহমান আখন্দ।

তিনি বলেন, গত চার দিন ধরে ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটছে। এর মধ্যে বৃহস্পতিবার একজন, শনিবার তিনজন, রোববার একজন ও আজ সাতজন ছাত্রী পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়েন। এরা সবাই নবম ও দশম শ্রেণির ছাত্রী।

তিনি আরও জানান, একই ক্লাসে ছাত্ররাও পরীক্ষা দেয় কিন্তু শুধু ছাত্রীরা অসুস্থ হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে এ ঘটনা ঘটছে বলে ধারণা করছি। যে রুমে পরীক্ষা নেওয়া হচ্ছে তা টিনশেড হওয়ায় অতিরিক্ত গরম লাগে।

চিকিৎসক জহিরুল ইসলাম জানিয়েছেন, গরমে ছাত্রীদের শরীরের লবণের মাত্রার ঘাটতি দেখা দেওয়ায় শ্বাসকষ্টসহ অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে চিকিৎসাধীন ছাত্রীরা ভালো আছে।’

তবে শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি, গরমে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ