বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে সুদের টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ বাচ্চু প্রমানিক (৫৫) নামে এক বৃদ্ধ ও তার ছেলে বাবুল হোসেন (৩২) কে এলোপাতাড়ি লাঠিসোটা দিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় সোমবার সকালে বৃদ্ধের বড় ছেলে বাবুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসী মোঃ সালাউদ্দিন (৪০) ও শরিফুল ইসলাম (৩২) অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে ধামরাই থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের বাচ্চু প্রমানিকের সাথে গত (১৩ জুন) একই ইউনিয়নের বাঙ্গলাপাড়া গ্রামের আতাউর রহমানের বাড়ির রাস্তার পাশে টাকা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সালাউদ্দিন ও শরিফুল ইসলাম পরিকল্পিতভাবে এলোপাতাড়ি লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী মোঃ বাচ্চু প্রমানিক ও তার ছেলে বাবুল হোসেনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনএনিউজ/ ইমরান খান,জেবি