31 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - জুন ৭, ২০২৩
Bnanews24.com
Home » দেশে ফাইজার-সিনোফার্মের টিকা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু

দেশে ফাইজার-সিনোফার্মের টিকা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু

দেশে ফাইজার-সিনোফার্মের টিকা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু

বিএনএ, ঢাকা : দেশে ফাইজার-বায়োএনটেক এবং সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৩১ মে করোনার কোভ্যাক্স থেকে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ফাইজারের ১ লাখ ৬২০ ডোজের টিকা চালান দেশে এসেছে। পাশাপাশি ১২ মে এবং ১৩ জুনের দুই চালানে চীনের উপহার নের উপহার হিসেবে পাঠানো ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা বাংলাদেশে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, আগামী সপ্তাহ থেকে টিকা দেয়া শুরু হবে। টিকার জন্য ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন, তাদেরই এ টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার সময় এবং তারিখ মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে টিকার জন্য নিবন্ধন আপাতত বন্ধই থাকবে। পর্যাপ্ত টিকা হাতে এলে তখন আবার নতুনদের নিবন্ধন শুরু হবে।
বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ