17 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চীনে বানরের মাংস পাচারের চেষ্ঠা।। থাইল্যান্ডে আটক ৬

চীনে বানরের মাংস পাচারের চেষ্ঠা।। থাইল্যান্ডে আটক ৬

চীনে বানরের মাংস পাচারের চেষ্ঠা ।।থাইল্যান্ডে আটক ৬

বিএনএ বিশ্ব ডেস্ক : চীনে বানরের মাংস পাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে থাইল্যান্ডের পেচাবুরি থানা পুলিশ।

এ সময় পুলিশ একটি সাদা ফোর্ড রেঞ্জার, একটি ধূসর টয়োটা প্রিয়াস এবং একটি কালো টয়োটা উইশ সহ ১০টি শিশু ম্যাকাকের মৃতদেহ এবং এক বোতল আর্গন গ্যাস, এক সেট পিস্তল, ৮টি ডার্টগান, ৮০টি স্টান ডার্ট এবং একব্যাগ কুকুরের খাবার জব্দ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পেচাবুরি থানার তদন্ত বিভাগের পুলিশ কর্মকর্তারা ১২ মে খাও লুয়াং, থংচাই, মুয়াং ফেটচাবুরি জেলা, ফেটচাবুরি এলাকায় তদন্তকালে পুলিশ ওই এলাকায় বানর পাচারের নেটওয়ার্ক রয়েছে বলে প্রমাণ পেয়েছে।

পেচাবুড়িতে গ্যাংটির হদিস না পাওয়া পর্যন্ত তারা মামলাটি আরও তদন্ত করে। এরপর পুলিশ ২৯ থেকে ৪৭ বছর বয়সী ৬ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ ৬ সন্দেহভাজনদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা আইন B.E-এর অধীনে অভিযোগ করেছে। ২৫৬২:১ ধারা ৮৯ এর অধীনে অনুমতি ছাড়াই সুরক্ষিত বন্যপ্রাণী শিকার করা, ২. ধারা ৯২ এর অধীনে অনুমতি ছাড়াই সুরক্ষিত বন্যপ্রাণী প্রক্রিয়াকরণ, এবং ৩. ধারা ৮৯ থেকে অনুমতি ছাড়াই সুরক্ষিত বন্যপ্রাণী কেনাবেচা করা। তাদের সবাইকে পেচাবুরি থানায় বিচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। .

বানরের প্রতিটি মৃতদেহ বিক্রি হয় ১০০০ -২০০০ বার্থ মূল্যে বলে আটকরা জানায়। সূত্র: khaosodenglish.com

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ