18 C
আবহাওয়া
১০:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » স্বস্তি ফিরেছে উপকূলে, বাড়িঘরে ফিরছে লোকজন

স্বস্তি ফিরেছে উপকূলে, বাড়িঘরে ফিরছে লোকজন


বিএনএ ডেস্ক : হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি  ছাড়া  ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এখন পর্যন্ত কক্সবাজার ও টেকনাফে তেমন কোনো ক্ষতি হয়নি। রোববার (১৪মে) সকালে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন এলাকায় খবর নিয়ে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে শনিবার সন্ধ্যায় আশ্রয়কেন্দ্রে আসা মানুষ রোববার সকালে তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। পাহাড়ের পাদদেশে বসবাস করা লোকজনও তেমন কোনো আতঙ্কে নেই বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান গণমাধ্যমকে  জানান, রাত-দিন আমাদের তরফ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ টেকনাফে এখনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আমরা সবাই সজাগ আছি।

এ দিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

রোববার (১৪ মে) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘সেন্টমার্টিনে আবহাওয়া অধিপ্তরের ইনচার্জ আমিরুল হোসেন আমাদের জানিয়েছেন, সেখানে বৃষ্টি নেই। প্রচণ্ড গতিতে বাতাস বইছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। বিকাল ৩ টা নাগাদ বাংলাদেশে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় মোখা, মূল আঘাত হানবে মিয়ানমারে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ