26 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সাভারে ১৪১ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে ১৪১ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে ১৪১ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ, সাভার : সাভারের আশুলিয়া এলাকা থেকে ১৪১ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  শনিবার (১৪ মে) দুপুর দুইটার দিকে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার মো. জালাল উদ্দিন (৪২), কুষ্টিয়া জেলার মো. জাহাঙ্গীর প্রামানিক (৪২) ও মো. রাজ্জাক হোসেন (৩৮)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিকেল সাড়ে চারটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/ইমরান খান/এনএএম

Loading


শিরোনাম বিএনএ