20 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশবাসীর প্রতি সাকিব-তামিম-মাহমুদুল্লাহর ঈদ মোবারক

দেশবাসীর প্রতি সাকিব-তামিম-মাহমুদুল্লাহর ঈদ মোবারক

দেশবাসীর প্রতি সাকিব-তামিম-মাহমুদুল্লাহর ঈদ মোবারক

বিএনএ, স্পোর্টস ডেস্ক : শুক্রবার(১৪মে) পবিত্র ঈদুল ফিতর। গতবছরের মত করোনা মহামারির মধ্যে এ বছরও বাংলাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় ও সর্ব বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর। এবারও নানা বিধিনিষেধ ও শঙ্কার মধ্যে ঈদ উদযাপন করছে দেশবাসী।
এই ঈদেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান,তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক।’

নিজের পেইজে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’

টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘ঈদের আনন্দের পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার উৎসবের চিরায়ত আনন্দ আমাদের ঘরে। সবাইকে ঈদ মোবারক।’

বিএনএনিউজ২৪/

Loading


শিরোনাম বিএনএ