বিএনএ, বিশ্ব ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক টুইট বার্তায় বলেছেন, তার দেশ ‘জিতবে’। এর আগে তিনি বলেছিলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল ইসরায়েলি সেনাবাহিনী।’ এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’ খবর বিবিসি’র।
তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি মিত্রদের সহায়তায় আমরা ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ড রক্ষা করতে পেরেছি। খুব সামান্য ক্ষতি হয়েছে আমাদের।’
বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘আমাদের অবশ্যই আইডিএফ এবং হোমফ্রন্ট কমান্ডের প্রকাশিত নির্দেশাবলীর প্রতি সতর্ক এবং মনোযোগী থাকতে হবে। আমাদের অবশ্যই প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ এরপর তিনি বলেন, ‘ইরানের আক্রমণকে আমরা ব্যর্থ করে দিয়েছি এবং আমরা তা সফলভাবে করেছি।
ইরানের হামলা মোকাবেলায় মিত্র আমেরিকাকে পাশে পেয়েছে ইসরায়েল। এছাড়া এ ঘটনার পর আরো দুই দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। দেশ দুটি হলো- ব্রিটেন ও ফ্রান্স। এই দুই দেশের পক্ষ থেকেই ইসরায়েলে ইরানের হামলার সমালোচনা করা হয়েছে।
আমেরিকা, ব্রিটেনের সেনারা গুলি করে ইরানের একের পর এক ড্রোন ধ্বংস করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট দেশের সামরিক বাহিনী।
বিএনএনিউজ/ বিএম/হাসনা