14 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » নীতিমালা নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: সিইসি

নীতিমালা নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: সিইসি

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তে আরও যত্নবান হতে হবে: সিইসি

বিএনএ: নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য যে নীতিমালা করা হয়েছে তা আবারও যাচাই করবে নির্বাচন কমিশন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের নীতিমালা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

সিইসি বলেন, আরও পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা চায়, সুশৃঙ্খল, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটাই চায়। সেই লক্ষ্য নিয়েই আমরা সব বিষয়ে একটা শৃঙ্খলা বিধানের চেষ্টা করব।

অবাধ, নিরপেক্ষ নির্বাচন যাতে বাধাগ্রস্ত না হয়, সেই জিনিসটা মাথায় রেখেই নীতিমালা করা হয়েছে। তারপরও যেহেতু আপনারা (সাংবাদিক) নির্বাচন পর্যবেক্ষণের কাজটা করবেন, আপনাদের মতামতগুলো নিয়ে আমরা বসে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেবো এবং আপরাদেরকে যথা সময়ে অবহিত করব।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ