16 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » প্রকাশ্যে আলিয়া-রণবীরের বিয়ের ছবি

প্রকাশ্যে আলিয়া-রণবীরের বিয়ের ছবি

প্রকাশ্যে আলিয়া-রণবীরের বিয়ের ছবি

বিএনএ, ঢাকা: ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’। নতুন জীবন শুরু হল রণবীর কপূর ও আলিয়া ভট্টের। বলিউডে নতুন তারকা দম্পতি। প্রায় ৫ বছরের প্রেম নতুন মোড় নিল বৃহস্পতিবার। তবে কেমন হবে বিয়ের সাজ, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে।

নবদম্পতি রূপে আলিয়া-রণবীর
নবদম্পতি রূপে আলিয়া-রণবীর

বান্দ্রার ‘বাস্তু’তে এবার শুরু হবে নতুন সংসার। নতুন জীবনে পা রাখার পরেই প্রকাশ্যে ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক-নায়িকার প্রথম ‘বিবাহিত’ ছবি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লেন নবদম্পতি।

নবদম্পতি রূপে আলিয়া-রণবীর
নবদম্পতি রূপে আলিয়া-রণবীর

দূরে ছাদে দাঁড়িয়ে ছবি তুলছিলেন রণবীর-আলিয়া। প্রথম ফ্রেমবন্দি হয় সেই মুহূর্তই।

নবদম্পতি রূপে আলিয়া-রণবীর
নবদম্পতি রূপে আলিয়া-রণবীর

ছবিগুলো খুব স্পষ্ট না হলেও একটা জিনিস পরিষ্কার ছিল, বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর পোশাকে সেজে বিয়ে করেছেন বর-কনে। গোলাপি আর সাদা রঙের শেরওয়ানি এবং লেহঙ্গায় সেজেছেন তাঁরা।

নবদম্পতি রূপে আলিয়া-রণবীর
নবদম্পতি রূপে আলিয়া-রণবীর

আলিয়ার চুল খোলা। পাগড়ি মাথায় রণবীর। একে অপরকে ছুঁয়ে দাঁড়িয়ে ছাদের কোণায়। অনেক দিন পরে বলিউডের কোন যুগল ডেস্টিনেশন ওয়েডিং বা পাঁচতারা হোটেলের বদলে বিয়ে সারলেন মুম্বইয়ে নিজেদের বাড়িতে।

নবদম্পতি রূপে আলিয়া-রণবীর
নবদম্পতি রূপে আলিয়া-রণবীর

আলিয়া-রণবীরের বিয়ের তারিখ নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে কপূর পরিবারের পৈতৃক বাড়ি ‘বাস্তু’তে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হল।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ