28 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » জবি সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন

জবি সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন

জবি সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন

বিএনএ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাকে) তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন করেছে। বুধবার (১৪ এপ্রিল) ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপনে শুভেচ্ছা বক্তব্য দেন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.বজলুর রশীদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারীর ফলে আমরা সংকটময় সময় অতিবাহিত করছি। সংকট মোকাবেলায় আমাদের স্বাথ্যবিধি মেনে চলতে হবে। এই সংকটের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়াল বৈশাখ উদযাপন প্রশংসার দাবি রাখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অগ্রযাত্রার উৎস হিসেবে সাংস্কৃতিক কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেন উৎসবে কোন ভেদাভেদ নাই। উৎসব সকল বাঙালির।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার এর সঞ্চালনায় ভার্চুয়াল বৈশাখ উদযাপনে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মো. ফাইয়াজ হোসেন। জবিসাকের ভার্চুয়াল বৈশাখ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের কর্মীদের গান এবং নৃত্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের ফেসবুক গ্রুপে স্থান পায়।

জবিসাকের ভার্চুয়াল বৈশাখ উদযাপন সম্পর্কে জবিসাকের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র  গতবছর ভার্চুয়াল বৈশাখ উদযাপন করে যা দেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রথম ভার্চুয়াল সাংস্কৃতিক আয়োজন। এমন আয়োজনের ধারণাটি আমাদের যা পরবর্তীতে অন্যরা অনুসরণ করে। আমরা সংকটকালীন সময়েও সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যহত রাখতে চাই সেজন্য আমাদের এ প্রচেষ্টা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র সবসময় দেশীয় সংস্কৃতির প্রসারে কাজ করে যাবে।

বিএনএনিউজ/সাহিদুল, মনির

Loading


শিরোনাম বিএনএ