14 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » হায়দ্রাবাদের বিরুদ্ধে বেঙ্গালুরু ৬রানে জয়ী

হায়দ্রাবাদের বিরুদ্ধে বেঙ্গালুরু ৬রানে জয়ী

David Warner Captain of Sunrisers Hyderabad plays a shot

বিএনএ স্পোর্টস ডেস্ক : ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ (আইপিএল) ১৪তম আসরের ষষ্ঠ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদএর বিরুদ্ধে তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬রানে জয়লাভ করেছে।

বুধবার(১৪এপ্রিল) রাতে চেন্নাইয়ের চিদামবরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০ওভারে ১৪৯ রান সংগ্রহ করে।জবাবে ১৫০রানে জয়ের লক্ষে  খেলতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ওভারে ৯ইউকেট হারিয়ে ১৪৩রান সংগ্রহ করতে সক্ষম হয়।

 

সানরাইজার্স হায়দ্রাবাদ :  

হৃদ্ধিমান সাহা ৯বলে ১রান

ওয়ার্নার ৩৭ বলে ৫৪ রান

মনিষ পান্ডে ৩৯বলে ৩৮ রান

জনি ১৩ বলে ১২ রান

রশিদ খান ৯বলে ১৭ রান সংগ্রহ করেন।

 

চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :

মোহাম্মদ সিরাজ ৩ওভার ২৫ রানের বিনিময়ে উইকেট পান  ২টি, পাটেল ২টি,শাহবাজ আহমেদ তিনটি, জেমিসন ১টি উইকেট পান।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ