16 C
আবহাওয়া
৭:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনায় আক্রান্ত

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনায় আক্রান্ত

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনায় আক্রান্ত

বিএনএ, রাজশাহী : রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) ওয়ার্কার্স পার্টির সিটি ইউনিট সভাপতি লিয়াকাত আলী জানান, গত ৮ এপ্রিল করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে তিনি অসুস্থ বোধ করেন। গত ১২ এপ্রিল তিনি ঢাকা আসেন এবং পরদিন আবার রাজশাহীতে ফেরত যান।

তিনি আরও জানান, শরীরে জ্বর থাকার কারণে তিনি নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। আজ তার নমুনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সাধারণত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২২ দিন পর থেকে কার্যকারিতা শুরু হয়। তবে, কারও কারও ক্ষেত্রে এই সময় আরও বেশিও লাগতে পারে। ফলে ভ্যাকসিন নেওয়ার পরেও সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ