16 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন  ৪ জন

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন  ৪ জন

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন ৪ জন

বিএনএ গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।বুধবার(১৪ এপ্রিল) বিকেলে উপজেলার  কালিতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রাজিয়া সুলতানা (২৫), মা রেহেনা বেগম (৪৫) এবং শ্যালক মো. জাহিদ (২০)।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আফজাল হোসেন জানান,বিকেলে ওই এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও  তিনজন মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ