16 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » আইপিএল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪৯/৮,ওভার ২০

আইপিএল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪৯/৮,ওভার ২০

আইপিএল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০৫/৫,ওভার১৬

বিএনএ স্পোর্টস ডেস্ক : ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ (আইপিএল) ১৪তম আসরের ষষ্ঠ ম্যাচে বুধবার(১৪এপ্রিল) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের মোকাবেলা করছে।

চেন্নাইয়ের চিদামবরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহেলি ২৯বলে ৩৩ রান, দেবদূত পাডিক্কাল ১৩বলে ১১রান, শাহবাজ আহমেদ ১০বলে ১৪রান, এবি ডি ভিলিয়ারস ৫বলে ১ রান, ওয়াশিংটন সুন্দর ১১বলে ৮রান সংগ্রহ করেন।

এবি ডি ভিলিয়ারস এর উইকেট লাভের পর উল্লাস করে সানরাইজার্স হায়দ্রাবাদ এর খেলোয়াড়রা।

ডেন ক্রিশ্চিয়ান ২বল খেলে মাত্র ১রান তুলতে পারেন। নটরঞ্জনের বলে সাহা ক্যাচ ধরলে তিনি আউট হন।বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ রান পন ম্যাক্সওয়েল। তিনি ৪১ বলে তিনটি ছক্কাসহ ৫৯রান সংগ্রহ করেন।

ছবি : ভিভো আইপিএল২০২১ -কোহলির উইকেট পেয়ে উল্লসিত জেসন হোল্ডার । 

সানরাইজার্স হায়দ্রাবাদ ‌ এর পক্ষে ভূবেনশ্বর কুমার, শাহবাজ নাদিম,নটরঞ্জন একটি করে এবং জেসন হোল্ডার ৩টি ও রশিদ থান ২টি  উইকেট লাভ করেন।

বিএনএনিউ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ