বিএনএ, না’গঞ্জ : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। যা গত এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাদের তিনজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার, একজন বন্দর ও একজন সদরের বাসিন্দা।
এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২৫ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯৪ হাজার ৬৬৬ জনের।
বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০০ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন, সদরে মারা গেছেন ৩৩ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৫০ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৩ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৪০ জন।