16 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » তবুও রাস্তায় পথচারীদের চলাচল

তবুও রাস্তায় পথচারীদের চলাচল

তবুও রাস্তায় পথচারীদের চলাচল

বিএনএ ডেস্ক : লকডাউনের প্রথম দিনে রাজধানী ঢাকার রাস্তাগুলোতে পথচারীদের চলাচল করতে দেখা গেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ভেদ করে নিজ গন্তব্যের পথে হাঁটছেন। গণপরিবহনের পাশাপাশি প্রাইভেটকার ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে। তবে, রিক্সা এবং কিছু ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে ।

মালিবাগ, শান্তিগর,পল্টন মোড় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজ বুধবার সরেজমিন ঘুরে দেখা গেছে এ চিত্র। আইনশৃঙ্খলা বাহীনির কঠোর অবস্থানের মাঝেও রাস্তায় চলাফেরা করছেন পথচারীদের অনেকেই। তাদের কেউ কেউ বিকল্প বাহন হিসেবে সীমিত করে রিক্সার পাশাপাশি ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যবহার করে গন্তব্যের পথে যাচ্ছেন। বুধবার সকাল থেকে বেলা ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ চিত্র দেখা যায়।
গতকাল (১৩ এপ্রিল) দেশজুড়ে লকডাউন চলাকালে জনসাধারণের অপ্রয়োজনীয় ঘুরাফেরা বন্ধ করার ব্যাপারে হুঁশিয়ারি দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল)থেকে কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে লকডাউন চলাকালে ‘পুলিশ মুভমেন্ট পাসের উদ্বোধনকালে এসব কথা বলেন।
এদিকে, লকডাউন নিয়ে পুলিশ প্রধান বেনজীর আহমেদের নির্দেশে দায়িত্ব পালনে মাঠে পুলিশ কঠোরতা দেখালেও তেমন কাজে আসছে না। জনসাধারনের অনেকেই পুলিশের বাধানিষেধ অমান্য করে যেখানে সেখানে চলাচল করছেন।

তবে, আইনশৃংখলা রক্ষাবাহিনির পবিত্র মাহে রমজানের প্রথম দিন ও লকডাউনের শুরুতে মুসল্লীদের কিছু কিছু সুবিধার্থে লোক চলাচলের ওপর কঠোরতা এখনই দেখাচ্ছেন না বলে জানা গেছে।
বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ