18 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » স্টোকসের আইপিএল শেষ

স্টোকসের আইপিএল শেষ


বিএনএ,স্পোর্টস ডেস্ক:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতেই বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। দলের মূল ভরসা বেন স্টোকস টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গেছেন ইংলিশ পেস অলরাউন্ডার। রাজস্থান এক টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ ধরার সময় চোটটা পেয়েছিলেন। এরপর তড়িঘড়ি মাঠ ছাড়েন। পরবর্তীতে রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন স্টোকস। ৩ বলে কোনও রান করতে পারেননি।

মঙ্গলবার রাজস্থান রয়্যালস টুইট করে জানায়, স্টোকসকে এ বছর আর আইপিএলে পাওয়া যাবে না। তবে দলকে সমর্থন করতে স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি।’

রাজস্থান প্রথম ম্যাচে মাত্র ৪ রানে ম্যাচ হারে। পাঞ্জাব ও রাজস্থানের ম্যাচে ছিল রানের ফোয়ারা। পাঞ্জাবের করা ২২১ রানের জবাবে রাজস্থান তোলে ২১৭ রান। ৭ ছক্কা ও ১২ চারে রাজস্থানের অধিনায়ক সানজু স্যামসন একাই করেছিলেন ১১৯ রান। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ কভারে ক্যাচ তোলেন এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকানো স্যামসন।

Loading


শিরোনাম বিএনএ