20 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বিধ্বস্ত যুদ্ধবিমান নিরাপদে নামালেন রুশ পাইলট!

বিধ্বস্ত যুদ্ধবিমান নিরাপদে নামালেন রুশ পাইলট!


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত এসইউ-২৫ যুদ্ধবিমান নিরাপদে নামাতে সক্ষম হয়েছেন রাশিয়ার একজন পাইলট। অসম সাহসিকতা ও দক্ষতা প্রদর্শনের জন্য রুশ সরকার এরইমধ্যে লেফটেন্যান্ট কর্নেল ডেনিস লিটভিনভ ও বিমানের কো-পাইলটকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে।

রাশিয়ার স্পুৎনিক’ বার্তা সংস্থা এবং ডিফেন্স ওয়ার্ল্ড ডট নেট জানিয়েছে, এসইউ-২৫ বিমান নিয়ে দুই পাইলট ইউক্রেনে অভিযান চালাতে চান। এই অভিযানে দুটি বিমান ছিল। এ সময় ইউক্রেনের সেনাদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র এসইউ-২৫ বিমানে আঘাত করে। প্রকৃতপক্ষে সহযোগী বিমানটিকে রক্ষা করতে গিয়েই পাইলট লিটভিনভ নিজের জীবন ও বিমানের ঝুঁকি নেন।

ক্ষেপণাস্ত্রটি তার বিমানে আঘাত করার পরও পাইলট নিরাপদে বের হওয়ার চেষ্টা না করে বরং বিমানটিকে রাশিয়ায় ফেরত আনার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত বিমানটিকে নিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। এর আগে তিনি ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং অন্য ইঞ্জিন দিয়ে বিমানটি চালিয়ে যান। এতে তিনি সফল হন। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ